ঢাকা, ০৭ আগস্ট- ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের কালজয়ী চিত্রনায়ক সালমান শাহের লাশ নিজের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সাধারণভাবে তিনি আত্মহত্যা করেছেন বলা হলেও তার পরিবার এটিকে খুন হিসেবে সন্দেহ করেন। সন্দেহের তীর ওঠে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ও সালমানেরই স্ত্রী সামিরার ওপর। কিন্তু হাতে উপযুক্ত প্রমাণ না থাকায় সালমান শাহের পিতা কমর উদ্দিন আহমেদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। এরপর প্রায় কুড়ি বছরের বেশী সময় ধরে সেই মামলা এখনো চলছে। আর এরইমধ্যে সোমবার(৭ আগস্ট) সোশাল সাইটে একটি ভিডিও বার্তা দিয়ে সালমান শাহর রহস্যময় মৃত্যুর পালে নতুন হাওয়া লাগালেন এক রহস্যময় নারী! সোমবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় এমন একটি ভিওি ভাইরাল হয়ে গেছে। যে ভিডিওতে রুবি সুলতানা নামের একজন সালমান হত্যাকাণ্ড নিয়ে অজানা অনেক কথা বলেছেন। ভিডিও বার্তায় যে নারীটি সালমান শাহর হত্যা নিয়ে কথা বলেছেন, সেই নারীও সালমান হত্যা কাণ্ডের প্রথম দশজন আসামির একজন। কিন্তু হঠাৎ এতোদিন তিনি কোথা থেকে এলেন, আর এসেই সালমান হত্যা নিয়ে দেশব্যাপী চমকে দিলেন। প্রশ্ন ওঠছে কে এই রুবি? ভিডিও বার্তায় যিনি সালমান শাহর মৃত্যু রহস্য সম্পর্কে সব জানেন বলে বলছেন, তার নাম সুলতানা রুবি। সালমান শাহ্ এই তাকে অ্যান্টি বলে ডাকতো। তার ছিলো বিউটি পার্লারের দোকান। সালমান শাহ্ আর তার বউ সামিরার সাথে রুবির বেশ ভালো সম্পর্ক ছিল। সালমান শাহ্ মারা যাওয়া পর অন্য সবার মতো এই নারীটিকেও পুলিশ সন্দেহ করে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কিছুই করা যায়নি। আর এবার তিনি নিজেই ভিডিও বার্তায় সালমানের মৃত্যু রহস্য জানেন বলে স্বীকার করলেন। ভিডিও বার্তায় সালমান আত্মহত্যা নয়, বরং তাকে খুন করা হয়েছে বলে জানান রুবি। কিভাবে, কোথায় সালমানকে খুনের পরিকল্পনা করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা ছাড়াও সালমান শাহ্র মা নীলা চৌধুরীকে ভাবি সম্বোধন করে রুবি বলেন, নীলা ভাবি। আপনার ছেলেরে খুন করা হইছে। আমার যা করার আমি করবো। আমি ভেগে আছি ভাবি। না হলে আমারেও মেরে ফেলতো এরা। দয়া করে একটুখানি কারোরে জানান। কারোরে জানান যে, এটা আত্মহত্যা না, এটা খুন। খুন হইছে। আমার ছোট ভাই রুমিরে দিয়া খুন করানো হইছে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hC3RFJ
August 07, 2017 at 10:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন