ঢাকা, ০৭ আগস্ট- স্পিনারদের স্বর্ণযুগে শাসন করেছেন শেন ওয়ার্ন, অনিল কুম্বলে আর মুত্তিয়া মুরালিধরনরা। মাঝে স্পিনারদের খারাপ সময় গেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই হারানো সময় ফিরছে অফ স্পিনারদের হাত ধরে। বিশেষ করে প্রথম পাঁচজন অফ স্পিনারের কথা বললে, সেই তালিকায় জায়গা পাচ্ছেন বাংলাদেশের ডানহাতি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি বর্তমান সময়ের বিশ্বসেরা পাঁচ অফ স্পিনারের নাম প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টসকিডা। সেখানেই উঠে এসেছে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজের দুই ম্যাচে ১৯ উইকেট নেওয়া মিরাজের নাম। মিরাজ প্রসঙ্গে তারা লিখেছে, দারুণ সম্ভাবনাময় মিরাজকে ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে অভিষেক করানো হয়। তার অসাধারণ নৈপুণ্যে ম্যাচের প্রথম ইনিংসেই ৮০ রান খরচ করে ছয় উইকেট তুলে নেয়। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে নেয় ১২ উইকেট। ক্রিকেটের ইতিহাসে মিরাজ চতুর্থ স্পিনার যে কিনা প্রথম দুই টেস্টে পাঁচ উইকেট কিংবা তার বেশি নিয়েছে। প্রতিবেদনে আরও লেখা হয়েছে, মিরাজ ব্যাট হাতে একজন টেল এন্ডার। টেস্টে একটি হাফ সেঞ্চুরিও আছে তার। তরুণ এই ক্রিকেটার ভবিষ্যতে আরও বড় কিছু করার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের হয়ে সাত টেস্টে ৩৫ উইকেট নেওয়ার পাশাপাশি ওয়ানডেতে ছয়টি ম্যাচ খেলেছেন মিরাজ। সেখানে তার উইকেট চারটি। অন্যদিকে, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে রয়েছেন উইকেটশূন্য। স্পোর্টসকিডার প্রকাশিত এই তালিকায় মিরাজের অবস্থান চার নম্বরে। পাঁচে আছেন লঙ্কান দিলরুয়ান পেরেরা। তিন নম্বরে ইংল্যান্ডের মঈন আলী। দুই নম্বরে অস্ট্রেলিয়ান নাথান লায়ন ও সবার উপরে আছেন ভারতের শীর্ষ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ujo88K
August 08, 2017 at 06:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন