টেক্সাস, ০৫ আগষ্ট- ২০০৭, ইন্ডিয়ান আইডল টপ সিক্স, তখন বয়স ১৭। ২০১৪ তে সরাসরি রাজনীতি, মাত্র ২৪ বছর বয়সে কংগ্রেসের টিকিটে নির্বাচনী লড়াই ঝাড়খন্ড বিধানসভায়। ২০১৭ সালে ২৭ বছর বয়সে ইন্টারন্যাশনাল মিউজিক ভিডিও প্রকাশ হলিউড গায়ক বেবি ব্যাশ ও কিউপিড সাফলের সঙ্গে। আমেরিকা থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ হয় ইন্টারন্যাশনাল ক্লথিং ব্র্যান্ড ভিরান্সকির সহযোগিতায়। আবারও চমক দিলেন আইডল গার্ল পূজা চট্টোপাধ্যায়। মঙ্গলবারই মুম্বাই থেকে দীর্ঘদিন পর কুমারডুবির বাড়িতে ফিরেছেন পূজা। তিনি জানান, এক বছর আগে টেক্সাসের সব থেকে জনপ্রিয় এফএম হামে অনুষ্ঠান চলাকালীন বেবি ব্যাশের সরাসরি ফোন পান তিনি। বিখ্যাত গায়ক বেবি বাস তাঁর সঙ্গে RAP মিউজিক তৈরি করার প্রস্তাব দেন। গোটা গানটিই শুট হয় হিউস্টনে। তাঁকে আমেরিকান RAP গানটির জন্য হিন্দিতে সোয়্যাগ লিখতে দেওয়া হয় । দুঘন্টার মধ্যে সেই সোয়্যাগ লেখা হয় গুলশন ম্যায় ফুল খিলতে হ্যায়। ফাইনাল হয়ে যায় ডিল। হিউস্টন শহরে গানটির শুট হয় পূজার সঙ্গে। তিনি গানের সঙ্গে মডেল ক্যারেক্টারও অ্যাক্ট করেন মিউজিক ভিডিওটিতে। তৈরি হয়ে যায় PUJA feat BABY BASH and CUPID VIRANSKI GIRL । গত মাসের ৩০ জুলাই আমেরিকা থেকে ওই মিউজিক ভিডিওটির আনুষ্ঠানিক প্রকাশ হয় ইউটিউবে। তিনিই প্রথম বঙ্গ তনয়া যিনি এরকম একটা কৃতিত্ব তৈরি করলেন। বলিউডে দীপিকা পাড়ুকানের ট্রিপল এক্স রিটার্ণ অফ জেন্ডার কেজ ও প্রিয়াঙ্কা চোপড়ার বেওয়াচের পর এদেশের কোনও গায়িকা এরকম করিশ্মা করে দেখালেন। কারণ বেবি ব্যাশ এমন একজন আমেরিকান ব়্যাপার যাঁর ইউটিউব ফলোয়ার্স ৮৮ কোটিরও বেশি। নি ম্যায় সমঝ গ্যায়ি তাল সিনেমার গানটি শোনার পর অনু মাল্লিক বলেছিলেন, দেশের সেরা প্লে-ব্যাক গায়িকা হবেন তিনি। ইলা অরুণ তাঁকে নতুন নাম দেন রেশমা (যে গায়িকা গেয়েছিলেন এই গানটি, তাঁর নাম)। জাভেদ আখতার বলেছিলেন, কুসংস্কারে তিনি বিশ্বাসী নন তিনি কিন্তু এবার থেকে কালো টিকা যেন লাগিয়ে নেন কপালে। ২০০৭ সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ছোট্ট পূজা তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। তখন তাঁর বয়স সবেমাত্র ১৭। বরাকর পেরিয়ে কুমারডুবি মোড়ে সাদামাটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে পূজা। ভৌগলিক সূত্রে ঝাড়খন্ডের মেয়ে হলেও তাঁর সবটাই পশ্চিমবাংলা জুড়ে। আসানসোল-কুলটি আর বরাকরের মানুষের কাছে ঘরের মেয়ে পূজা। সেই সাত বছর বয়স থেকে পণ্ডিত অজয় চক্রবর্তী পূজাকে কোলে বসিয়ে গান শেখাচ্ছেন। ইন্ডিয়ান আইডল তাঁর জীবনে বড় ব্রেক। টপ সিক্সে গিয়ে ছিটকে গেলেও পূজা রয়েছেন স্বমহিমায়। টলিউড ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায় মফস্বলের এই মেয়েটিকে বারে বারে ডেকে নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। বর্তমানে চুটিয়ে কাজ করছেন মুম্বইয়ে। বেশির ভাগ কনসার্ট চলছে আমেরিকা আর কানাডায়। আর/১০:১৪/০৫ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v74hIW
August 06, 2017 at 04:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন