ভূমিকম্পে কাঁপল চিন

বেজিং, ৮ আগস্টঃ মঙ্গলবার ৬.৫ কম্পাঙ্ক অনুভূত হল চিনের সিচুয়ান প্রদেশে। এউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান এবং গাংচু প্রদেশের সীমান্তবর্তী স্থানে মাটির ৯ কিলোমিটার গভীরে ৬.৫ কম্পাঙ্ক অনুভুত হয়।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ৯টা ১৯ মিনিট নাগাদ ২০ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে কম্পাঙ্ক ৭ অনুভূত হয়। স্থানীয় খবর অনুযায়ী এখনোও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আরও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wF0eS7

August 08, 2017 at 11:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top