মিষ্টি শিল্পে জিএসটি চালু হওয়ার প্রতিবাদে ধর্মঘট বহরমপুরে

বহরমপুর, ২১ আগস্টঃ বাংলার মিষ্টি দ্রুত পচনশীল, তাই এই মিষ্টির ওপর জিএসটি চাপানো হলে বিপন্ন হতে পারে বাংলার মিষ্টি শিল্প। এমনই আশঙ্কা বাংলার মিষ্টি ব্যবসায়ীদের। এই শিল্পে জিএসটি চালু হওয়ার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও মিষ্টি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সোমবার পালন করা হল এক দিনের ধর্মঘট। এদিন দুপুরে গোটা শহর জুড়ে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির বহরমপুর শাখার উদ্যোগে একটি পদযাত্রারও আয়োজন করা হয়। শান্তিপূর্ণ এই পদযাত্রায় সামিল হয়েছিলেন বহরমপুরের সর্বস্তরের মিষ্টান্ন ব্যবসায়ীরা। পদযাত্রা শেষে এই শিল্পের ওপর থেকে জিএসটি তুলে নেওয়ার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা শাসক ও বানিজ্যকর যুগ্ম কমিশনারের কাছে।

জিএসটি চালু করার প্রতিবাদ জানিয়ে বন্ধ রাখা হয় সমস্ত মিষ্টির দোকান। এই শিল্পকে অক্ষুণ্ণ রাখতে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানালেন পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির বহরমপুর শাখার সম্পাদক সাধন ঘোষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wp00Cw

August 21, 2017 at 04:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top