ঢাকা, ০৮ আগষ্ট- শাকিল খান একজন বাংলা চলচ্চিত্র অভিনেতা। তবে বর্তমানে তিনি নিজের ব্যবসা আর রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজধানীর বাংলামটরে রয়েছে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান। দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য চট্টগ্রামে শাকিলের রয়েছে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক। নব্বই শতকে দর্শকদের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন তিনি। অভিনয় করেছেন অনেকগুলো চলচ্চিত্রে। এখন অবশ্য চলচ্চিত্রের সাথে তার কোনো যোগাযোগ নেই। শাকিল খানের বর্তমান কাজ এবং ব্যস্ততা নিয়ে কথা হয় এ প্রতিবেদকের। একান্ত আলাপচারিতায় শাকিল খান জানান চলচ্চিত্র থেকে দুরে যাওয়ার কারন সহ বিভিন্ন বিষয়ে। বর্তমান বাংলা চলচ্চিত্রের অবস্থা এবং সিনেমার প্রেক্ষাপট নিয়ে শাকিল খান বলেন, আমাদের চলচ্চিত্র আর নেই। আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে আরো দর্শক প্রিয় সিনেমা নির্মান করতে হবে। একটা সময় আমাদের সিনেমা অনেক সুনাম কুড়িয়েছে। সিনেমার জনপ্রিয়তাও ছিলো। শাকিল খান বলেন, এখন আর সিনেমায় সম্মান দেখানো হয় না। আগের মতো সিনিয়র-জুনিয়রদের মধ্যে মিল নাই তেমন। এখন ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করতে চায় অনেকে। যৌথ প্রযোজনা নিয়ে বর্তমান যে আন্দোলন হচ্ছে সে সম্পর্কে শাকিল বলেন, যৌথ প্রযোজনা যে খারাপের কিছু তা কিন্তু না। বিগত সময়ও আমাদের দেশের সাথে কলকাতারা সিনেমা নির্মাণ করেছেন। আমরা তা সবাই দেখেছি। তবে নিয়ম-নীতির বাইরে নির্মাণ করা উচিত না। যৌথ ছবি হলে তো দু-দেশের জন্য ভালো। আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করা হবে আরেকটি দেশে সেটা ভালো দিক। কিন্তু প্রতারণা করলে সেটা মেনে নেওয়া যায়না। রাজনীতির মাঠে এবার শাকিল খানকে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে শাকিল বলেন, আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ছিলাম। আমি রাজনীতিকে ভালোবাসি। তবে এখন আমি রাজনীতি করতে চাই, দেশ এবং দেশের মানুষের জন্য। আমি মাটি ও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য এরই মধ্যে সব ধরণের প্রস্তুতি নিয়েছি। সিনেমা না, আমি রাজনীতি করবো। সিনেমায় কি আর কাজ করবেন? প্রতিবেদকের এমন প্রশ্নের উত্তরে শাকিল বলেন, ভবিষ্যতে অভিনয়ে হয়তো আমার দর্শকরা আমাকে দেখতে পবেন না। তবে ক্যমেরার পেছনের কাজ করার ইচ্ছা আছে। সময় সুযোগ মিলে গেলে হয়তো নির্মাতা হিসেবেই আমার দর্শক আমাকে দেখতে পাবে। আর/১৭:১৪/০৮ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vJ6GtX
August 09, 2017 at 12:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন