জলবন্দী মালদা শহরও

মালদা, ১২ অগাস্টঃ রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেল মালদা শহর। শহরের প্রতিটি নীচু এলাকাতে বন্যা পরিস্থিতি। প্রত্যেক বস্তি, বাজার জলে থইথই। এমনকি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নীচের তলার ওয়ার্ডগুলিতেও জল ঢুকে পড়েছে। বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছে ইংরেজবাজার পুর কর্তৃপক্ষ। এই অবস্থায় নিজেদের অসহায় বলে জানিয়েছে তারা। যদিও পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান।

গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মালদা শহরের নীচু এলাকাগুলি। শহরের রামকৃষ্ণ পল্লি, বিবেকানন্দ পল্লি, পিঁয়াজি মোড়, বিবিগ্রাম, সর্বমঙ্গলা পল্লি, সুভাষ পল্লি, মালঞ্চ পল্লি এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে স্রোত। পুরসভার চেয়ারম্যান দুলাল সরকার জানিয়েছেন, মহানন্দা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় শহরের জমা জল বের হতে পারছে না। শহরের পুকুর ও জলাশয়গুলি জলে পরিপূর্ণ। এই অবস্থাতেও তাঁরা প্রায় ২৫টি পাম্প লাগিয়ে কোনোমতে শহরের জল বের করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vPnIXF

August 12, 2017 at 10:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top