জল বাড়ছে, মহানন্দার আশপাশ এলাকায় সতর্কতা জারি

শিলিগুড়ি, ১২ আগস্টঃ শুক্রবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন গোটা শিলিগুড়ি শহর। শহরের বহু এলাকায় বাড়িতেও জল ঢুকেছে। মহানন্দার জল উঠে এসেছে পাশের রাস্তায়। আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। ৪৬ মন্বর ওয়ার্ডে চম্পাসারি, শক্তিগড়, অশোকনগর এলাকা শুক্রবার থেকেই জলমগ্ন ছিল। এসব জায়গার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দীনবন্দু মঞ্চ পাশের রাস্তা, হায়দরপাড়ার বহু এলাকায় ঢোকা যাচ্ছে না। বেলা দশটা নাগাদ ফের মুষলধারায় বৃষ্টি শুরু হওয়ায় আশঙ্কা বেড়েছে।

শনিবার সকালে সেবক রোডে একটি শপিং মলের সামনে গাছ ভেঙে পড়ায় রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। ইলেকট্রিকের তারের উপর বিশাল বটগাছের ডাল ভেঙে পড়ায় গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃষ্টির মধ্যেই পুরসভা, বিদ্যুৎ কোম্পানির কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। বাঘাযতীন পার্কের কাছে হাতিমোড় সংলগ্ন এলাকায় বিদ্যুৎ ও টেলিফোনের তারের উপর গাছ ভেঙে পড়েছে। সেখানেও কাজ করছেন পুরসভা, বিদ্যুৎ কোম্পানি ও টেলিফোন কর্মীরা। শিলিগুড়িতে গত ২৪ ঘণ্টায় ৯২.৪ মিমি বৃষ্টি হয়েছে।

ছবিঃ গাছ পড়ে বন্ধ সেবক রোড। ছবিঃ রাহুল মজুমদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vZduUc

August 12, 2017 at 10:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top