সিডনি, ০২ আগষ্ট- বাংলাদেশ সফর নিয়ে অনেক দিন ধরেই অস্ট্রেলিয়া দল তালবাহানা করছে। ২০০৬ সালের পর আর বাংলাদেশে সফর করেননি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০১৫ সালে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করেন তারা। ২০১৬ সালে একই কারণে খেলতে আসেনি তারা। ২০১৭ সালে আগস্ট মাসের ২২ তারিখ অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি চূড়ান্ত হয়। কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটাররা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট করে। আবারো শঙ্কা জাগে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে। গেল এক মাস ধরে বোর্ড ও খেলোয়াড়দের সংগঠনের মধ্যে নতুন চুক্তি নিয়ে দ্বন্দ্ব চলছে। তবে সেই দ্বন্দ্ব মেটাতে উভয় পক্ষ আলোচনায় বসতে রাজি হয়েছে। তাদের মধ্যে ইতিবাচক আলোচনাও হয়েছে। হয়তো শিগগিরই বিষয়টি মিটে যাবে। ফক্স স্পোর্টস ও ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত খবরে, বাংলাদেশ সফরে আসার বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন স্টিভেন স্মিথ। তিনি বলেন, আমিও বাংলাদেশ সফরে যেতে চাই। তবে অনেকদিন ধরেই আমরা বলে আসছি যে আমাদের সঙ্গে চুক্তিটি আগে করতে হবে। আমাদের দাবি-দাওয়া মেনে নিতে হবে। আমি মনে করিনা চুক্তি হওয়ার আগে আমাদের এই সফরে যাওয়া উচিত হবে। যেখানে অস্ট্রেলিয়া এ দল চুক্তি না হওয়ায় তাদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে। এমতবস্থায় কোনো সুরাহা না হওয়ার আগে কোথাও যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না। তিনি আরো বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে ভালোভাবে অবগত আছে। তাদেরকে বার বার বিষয়টি বলা হয়েছে। চুক্তি যদি সম্পন্ন না হয় তাহলে কী হবে সেটাও তারা জানে। তবে আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এখনই সবকিছু খুলে বলা যাবে না। বিষয়টি অনেকটাই গোপনীয়। আমি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত বিষয়টি গোপনই থাক। আর/০৭:১৪/০২ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uiq7FD
August 02, 2017 at 02:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top