বরুড়া থানা পুলিশের সহযোগীতায় নববধুর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

বিএম মহসিন ● কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নববধূর হারিয়ে যাওয়া লাগেজ বরুড়া থেকে উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ। জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দরা গ্রামের বাসিন্ধা প্রবাসী মো. আয়ূব আলীর সাথে মরয়িম বেগমের (২২) অনুমান ঘটনার ১৫ দিন পূর্বে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর স্বামী আয়ূব আলী প্রবাসে চলে যান। ঘটনার দিন ৩১ জুলাই নববধূ তার দেবর রিপনের সঙ্গে কুমিল্লার উদ্দেশ্যে চাদপুর থেকে ছেড়ে আসা বোগদাদ ভ-১১-৫৪-৪৫ নং গাড়িটিতে উঠে, গাড়িটি মুদাফ্ফরগঞ্জ বাজারের বাস ষ্ট্যান্ডে এসে গতিরোধ করে যাত্রী নামানোর জন্যে, এসময় বাসের হেলপার অন্য এক যাত্রীর মালামাল ভর্তি লাগেজ বক্সের ভিতরে হওয়ায় সামনে থাকা মরিয়মের লাগেজটি নিচে নামিয়ে রেখে তাদের মালামাল ভর্তি লাগেজটি বুঝিয়ে দিয়ে পুনরায় নববধূ মরিয়ম বেগমের লাগেজটি ভূলক্রমে বাসের বক্সে না রেখে বাস ষ্টেশন ছেড়ে চলে যায়।

পরে মরিয়ম বেগম ও তার দেবর মো. রিপন তাদের গন্তব্য স্থান কুমিল্লায় এসে পৌছামাত্র বাসের হেলপার কে বললো তাদের লাগেজটি নামিয়ে দিতে। কিন্তু হেলপার বক্সটি খুলে দেখলো তাদের মালামাল ভর্তি লাগেজটি নেই। তখন সে তাদের জানায়, লাগেজটি মুদাফ্ফরগঞ্জ বাজারের বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে আসছে। এতে রিপন ক্ষিপ্ত হয়ে, লাগেজ হারিয়ে যাওয়ার বিষয়ে বোগদাদ কর্তিপক্ষকে দায়ী করে।

বোগদাদ কর্তৃপক্ষ বিষয়টি থানায় অবহিত করলে বরুড়া থানা পুলিশ তা অনুন্ধানে নামে। গত ২ আগষ্ট বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদের নির্দেষে এ এস আই মিজানুর রহমান, এ এস আই শিমুল, এ এস আই ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে, বরুড়া উপজেলা বদরপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে রিক্সাচালক মোস্তফার ঘর থেকে নববধূর লাগেজটি উদ্ধার করে। লাগেজের ভিতর থেকে কোন মালামাল হারানো যায়নি। ঘটনার দিন বাজারে লাগেজটি অরক্ষিত অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখে রিক্সাচালক মোস্তফা মিয়া তার বাড়িতে নিয়ে যায়। রিক্সাচালক সে গ্রামের খেটে খাওয়া মানুষ এ লাগেজ নিয়ে চরম বিপাকে পড়ে গেলেন, কিন্তু তখন তার কি করা উচিৎ সে সেটা বুঝে উঠতে পারেনি।

উদ্ধাকৃত মালামাল বৃহস্পতিবার বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ ও ওসি (তদন্ত) ইকবাল বাহার স্থানীয় সাংবাদিকদের ও শ্রমিক নেতার সম্মুখে নববধূর দেবর রিপনের হাতে তুলে দেন। পুলিশ স্বল্প সময়ের মধ্যে অনুসন্ধানে নেমে হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে ভিক্টিমের হাতে তুলে দেওয়ায় বরুড়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও স্থানী সুশিল সমাজের মানুষেয়া পুশিকে অভিনন্দ জানিয়েছেন।

The post বরুড়া থানা পুলিশের সহযোগীতায় নববধুর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2u7pHqc

August 03, 2017 at 07:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top