ঢাকা, ০৪ আগষ্ট- গতকাল নিশ্চিত হয়েছে নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সম্প্রতি ঢাকায় এসে ঘুরে গেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল। ঢাকায় আসলেও তাদেরকে দেখানো সম্ভব হয়নি একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। মাঝে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা মহানগরের বড় অংশ ডুবে গিয়েছিল পানিতে। বৃষ্টি বন্ধ হওয়ার পর ঢাকার জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও এখনও পানির নিচে ফতুল্লা স্টেডিয়াম, এর প্রবেশ পথ ও মাঠের পাশের আউটার স্টেডিয়াম। আর প্রস্তুতি ম্যাচের সময়ও হাতে সেভাবে সময় নেই, তাই এখন বিসিবির সবচেয়ে বড় চিন্তা, অস্ট্রেলিয়া দলকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু দেয়া। অস্ট্রেলিয়ার বাংলাদেশে সিরিজ খেলতে আসা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমস্যার সমাধান দিলেন জালাল ইউনুস। তিনি বলেন বলেন, ফতুল্লায় খেলা না হলে, বিকেএসপি আমাদের অপশন আছে। আমরা বিকেএসপিও প্রস্তুত করছি। ওরা (অস্ট্রেলিয়া) আসলে আমরা কোথাও না কোথাও প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করবোই। বিকিএসপিতে কতটুকু সুযোগ-সুবিধা থাকবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমারা আগেও বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছি। সেটা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। মিডিয়া যাতে ভালোভাবে কাভার করতে পারে তেমন ব্যবস্থা থাকবে। ইন্টারনেটেরও ব্যবস্থা থাকবে। সব ধরনের সাপোর্টের ব্যবস্থাও আমরা করে দিবো। আর/১৭:১৪/০৪ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vwn8h9
August 05, 2017 at 12:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top