শিলিগুড়ি, ২০ আগস্টঃ টানা তিনদিন ধরে জলের জন্য কার্য়ত হাহাকার চলছে শিলিগুড়িতে। রবিবার ছুটির দিনেও সকাল থেকে পাড়ায় পাড়ায় জলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন সকলে। পুরনিগমের জলের হাতে গোনা কয়েকটি ট্যাংক এদিনও জল সরবরাহ করেছে। সেগুলির দেখা পেলেই জলের জন্য সামনে লাইন দিয়েছেন এলাকাবাসী। ৩৮ নম্বর ওয়ার্ডে ট্যাংক থেকে জল সংগ্রহের জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।
ছুটির দিনে দোকানবাজারে যাওয়া ছেড়ে সাতসকাল থেকে জল নিয়ে নাকানিচোবানি খাওয়ায় শিলিগুড়ির মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। সকলেই বলছেন, দায়িত্বজ্ঞানহীন পুরবোর্ড আর বিরোধীদের জন্য শিলিগুড়ি অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। জঞ্জাল সাফাই, প্লাস্টিক বন্ধ করা বা পানীয় জল সবক্ষেত্রেই পরিসেবা শিকেয় উঠছে। আর প্রতিটি ক্ষেত্রে সমস্যা সমাধানের বদলে বাম-তৃণমূল চাপানউতোরে ব্যস্ত হয়ে পড়ছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wsSgOZ
August 20, 2017 at 11:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন