বার্সেলোনা ছেড়ে নেইমার পাড়ি জমিয়েছেন পিএসজিতে। এমনিতে তিনি বার্সা ছাড়েননি; ক্ষোভেই নাকি পিএসজিতে গেছেন এই ব্রাজিলিয়ান। বার্সা কর্তাদের তো ধুয়ে দিয়েছেন। বর্তমান কর্তাদের পদত্যাগ দাবি করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। এবার গুঞ্জন উঠেছে, লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তাও বার্সা ছাড়ার কথা ভাবছেন! এই দুই তারকা চলে গেলে বার্সার পরিণতি হবে বেশ করুণ। এটা বলার অপেক্ষা রাখে না। বার্সার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা তো মেসিকে বার্সা ছাড়ার পরামর্শই দিয়েছেন। লাপোর্তার ক্ষোভ বর্তমান সভাপতি জোসেফ মারিও বার্তেমিউর ওপর। বর্তমান সভাপতি যদি নিজ অবস্থান থেকে সরে না আসেন, তাহলে মেসির অন্যত্র যাওয়াই শ্রেয় বলে মনে করেন লাপোর্তা। টুইটারে লাপোর্তা লিখেছেন, আমরা যদি মেসিকে বার্সায় রাখতে চাই, তাহলে বার্তেমিউকে সভাপতির পদ থেকে সরাতে হবে। মেসিকে নিয়ে যেন টানাটানি শুরু হয়ে গেছে। বর্তমান কমিটিতে থাকা স্পোর্টিং ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ মনে করেন, লাপোর্তার মন্তব্য ঠিক নয়। মেসি বার্সায়ই থাকছেন। দ্রুতই চুক্তি নবায়ন করা হবে আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে। রবার্ট ফার্নান্দেজ বলেন, মেসির সঙ্গে চুক্তি নবায়ন করা দুই পক্ষের জন্যই ভালো হবে। আমরা মেসির সঙ্গে চুক্তি নবায়নের অপেক্ষায় আছি। কে কী বলল, তা শোনার দরকার নেই। আমরা জানি, মেসিই আমাদের মূল খেলোয়াড়। এমনকি ফুটবলের জন্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।- যোগ করেন রবার্ট ফার্নান্দেজ। এমএ/ ০৯:০৫/ ২১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xkSPaE
August 22, 2017 at 03:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top