শ্রীমঙ্গলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: দিনভর ভারি বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে নাহিদা আক্তার নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত নাহিদার বোন নাঈমা আক্তার (৪) আহত হয়েছে। ঘটনাটি ঘটে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নাহিদার অপর বোন নাঈমা আক্তার (৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার রাত ৮টায় উত্তর শহশ্রী গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল পাশ্ববর্তী আব্দুল মালিকের ঘরের উপরে পড়লে আব্দুল মালিকের ঘরের বাঁশের বেড়া ভেঙে তার দুই মেয়ের উপরে পড়ে। সাথে সাথে আশেপাশের লোকজন মাটি সরিয়ে আব্দুল মালিকের মেয়ে নাহিদা আক্তারের লাশ উদ্ধার করেন এবং গুরুতর আহতবস্থায় তার অপর মেয়ে নাঈমা আক্তারকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vYjlKm

August 12, 2017 at 06:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top