রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পাঁচ সদস্যের দল

রায়গঞ্জ, ১০ আগস্টঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এদিন সকাল দশটায় হাজির হন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভুঁইমালি, রেজিষ্ট্রার পঙ্কজ কুন্ডু, অধ্যাপক তাপস মহন্ত, ইউসি কমিটির সদস্য অধ্যাপক অশোক দাস।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওই পাঁচ সদস্যকে গার্ড অব অনার দেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মাস ছয়েক আগে ইউজিসি-র কাছে বিশ্ববিদ্যালয়ের তরফে টুয়েলভ-বি মর্যাদা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখতেই কমিশনের ওই প্রতিনিধি দল এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয় টুয়েলভ-বি মর্যাদা পেলে খুব সহজেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক বিভিন্ন পাঠ্যক্রমে অনুদান পাবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরাজি, পদার্থবিদ্যা, রসায়ন বোটানি, জুলজি সহ একাধিক বিভাগে গিয়ে অধ্যাপকদের ক্লাস নেওয়ার ধরণ, পড়ুয়াদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা তা খুঁটিয়ে দেখেন। ঘুরে দেখেন গোটা ক্যাম্পাস। কতোটা জায়গা জুড়ে ক্যাম্পাস, কতগুলি বিষয় পড়ানো হয়, গবেষণারত ছাত্র-ছাত্রীর সংখ্যা কত সমস্ত তথ্য উপাচার্যের কাছ থেকে নেন এই সদস্যের দল। ইউজিসি পাঁচ সদস্যের মধ্যে ছিলেন, প্রফেসর এপি পান্ডে চেয়ারম্যান তথা মনিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর উমা শঙ্কর, প্রফেসর জগৎ সারাওগি, প্রফেসর সিআর ভট্টাচার্য, ডক্টরেট অজয় কুমার খান্ডুরি কো- ওডিনেটিং অফিসার।

এ প্রসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি বলেন, বৃহস্পতিবার, শুক্রবার দুদিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লিতে অবস্থিত ইউজিসি তে জমা দিবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uucSSU

August 10, 2017 at 11:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top