নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ডে)’র ৫০তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন বার্ডের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: মশিউর রহমান রাঙ্গা এমপি।
শনিবার বিকালে বার্ডের মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মেলন আহবায়ক বার্ডের পরিচালক (প্রকল্প) মো: মিজানুর রহমান,পরিচালক (প্রশিক্ষণ) ড.স্বপন কুমার দাস গুপ্ত।
মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, যে বার্ড একসময় বাংলাদেশের অহংকার ছিলো, সেই বার্ড দেখতে চাই, বার্ড ২০৩০সালে টেকশই উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। দারিদ্রতা দূরীকরণে শেখ হাসিনা সাউথ সাউথ পুরুস্কারে ভূষিত হয়েছেন। গ্রামীণ জনগোষ্ঠিকে উন্নয়ন করতে বার্ড যথাযথ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাঙ্গা এমপি আরো বলেন-বার্ডের কুমিল্লা মডেল পৃথিবীর বিভিন্ন দেশে দারিদ্রবিমোচনে ব্যাপক সফলতা লাভ করেছে।
The post কুমিল্লা বার্ডের সুবর্ণ জয়ন্তীর বার্ষিক পরিকল্পনা সম্মেলন appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2vC75yW
August 05, 2017 at 06:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন