শহীদ সাটু হল মার্কেট কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে আজিজুর জলিল প্যানেল জয়ী

চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল মার্কেটের কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আজিজুর হাজি-আঃ জলিল পরিষদের পুরো প্যানেল জয়ী হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহীদ সাটু হল মার্কেটের মা গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ের মালিক আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মার্কেটের আঃ জলিল কথ স্টোরের মালিক আব্দুল জলিল। সভাপতি পদে আজিজুর রহমান পেয়েছেন ৯১ ভোট তার প্রতিদ্বন্দী প্রার্থী সাজ্জাদ আলী পেয়েছেন ৪৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আবদুল জলিল পেয়েছেন ৮৭ ভোট তার প্রতিদ্বন্দী প্রার্থী জুয়েল পেয়েছেন ৪৯ ভোট। এ ছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাকারিয়া এন্টারপ্রাইজের মালিক জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে এম.আর গার্মেন্টস এর মালিক মজিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে হোম কালেকশনের মালিক আব্দুর রশিদ, সহ-কোষাধ্যক্ষ পদে মিলন বয়েজ কালেকশনের সারোয়ার জাহান মিলন, দপ্তর সম্পাদক পদে নোভা ক্রোকারিজের মালিক ইউসুফ আলী, নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাবলু গার্মেন্টস এর মালিক  বাবলু হক, এক্সপোর্ট গ্যালারীর মালিক মোসাব্বির কবির(মুন্না), মোশারফ থ্রী পিসের মালিক মোশারফ হোসেন, তাহসিন থ্রী পিসের মালিক আবুল খায়ের (হানিফ), সিটি ফ্যাসনের মালিক রবিউল আলম (বাবু) ও মা গিফট কর্ণারের মালিক মুজাহীদ বাবু।
উল্লেখ্য, শহীদ সাটু হল মার্কেটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি প্যানেল আজিজুর হাজি-আব্দুল জলিল পরিষদ এবং অপরটি, সাজ্জাদ-জুয়েল পরিষদ। নির্বাচনে শহীদ সাটু হল মার্কেটের মোট ১’শ ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন শহীদ সাটু হল মার্কেট নির্বাচন কমিটির প্রধান আব্দুল খালেক, ভোট গ্রহণ করেন এ্যাড. রবিউল হক দোলন ও শিক্ষানবীশ আইনজীবী ফারুক হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2wDCGO0

August 12, 2017 at 08:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top