সুরমা টাইমস ডেস্ক:;
সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন দেখে সবাই লজ্জায় পড়ে যাই। তাই সরকারি বাসে এই বিজ্ঞাপন বন্ধ করা হোক। এমনটাই দাবি জানালেন গোয়ার এক বিধায়ক।
মঙ্গলবার গোয়া বিধানসভায় এই দাবি তুলেছিলেন সেন্ট অ্যান্ড্রের কংগ্রেস বিধায়ক ফ্রান্সিস সিলভেইরা।
সিলভেইরা এদিন বিধানসভায় তার বক্তব্য পেশের সময় শুরুতে স্পিকার প্রমোদ সাবন্তের কাছে জানতে চান, বিধানসভায় আদৌ কন্ডোম শব্দটি উচ্চারণ করা যাবে কিনা?
তারপর তিনি বলেন, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোয়াবাসীদের কাছে কী বার্তা যাচ্ছে? ছাত্র-ছাত্রী থেকে সাধারণ আমজনতা প্রত্যেকে বাস ব্যবহার করেন গোয়াতে। সেখানে এভাবে খোলাখুলি কন্ডোমের বিজ্ঞাপন থাকলে, সমাজের কাছে কী বার্তা পৌঁছায়, প্রশ্ন কংগ্রেস বিধায়কের।
উল্লেখ্য, গোয়ার রাজ্য সরকার পরিচালিত বাসে সানি লিওনের এই কন্ডোমের বিজ্ঞাপন দেখা যায়।
ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, ওই কন্ডোম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে একটি চুক্তি রয়েছে গোয়া ট্রান্সপোর্ট কর্পোরেশনের। সেই জন্যই এই বিজ্ঞাপন চালানো হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vSC0XW
August 10, 2017 at 11:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন