সোবাহানীঘাটের হামলাকারীরা চালাকি করেই এ ঘটনা ঘটিয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার জালালাবাদ কলেজ এবং সিলেট শিশু ক্লিনিক ও জেনারেল হাসপাতালে সোমবার রাতে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল যুবক। এসময় হাসপাতালের সামনে থাকা একটি এম্বুলেন্স ও একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে তারা।
ভাংচুরকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে এই কলেজের সামনে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। তাই, এলাকাবাসী ধারণা করছেন এর জের ধরেই আহতদের সহকর্মী ছাত্রলীগ নেতাকর্মীরা রাতে কলেজ ও হাসপাতালে ভাংচুর চালিয়েছে।
তবে কলেজ ও হাসপাতালে কে বা কারা হামলা চালিয়েছে তা পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও ভাংচুরকারীরা যে অতি চালাক এ ব্যপারে কোন সন্দেহ নেই।
হাসপাতাল সুত্রে জানা যায়- রাত সাড়ে ৮টার দিকে প্রায় অর্ধশতাধিক মটর সাইকেল নিয়ে শতাধিক যুবক হাসপাতালে হামলা চালায়। হামলার শুরুতেই তারা নীচের তলার সিসি ক্যামেরা ভাংচুরের চেষ্টা করে। কিন্তু, সিসি
ক্যামেরার সুরক্ষিতভাবে লাগানো থকায় তারা সবগুলো ভাংতে পারেনি। হাসপাতালের ভেতরের কক্ষ এবং বাইরের ফার্মেসিতে ভাংচুরের পর হামলাকারীরা হাসপাতালের যে কক্ষে সিসি ক্যামেরার ডিভাইসটি রাখা সে কক্ষে প্রবেশ করে। এই কক্ষে ঢুকে তারা সিসি ক্যামেরার সাথে সংযুক্ত কম্পিউটার এবং ডিভাইসটি ভাংচুর করে এবং হাসপাতাল কতৃপক্ষ যাতে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে না পারে সেজন্য তারা সিসি ক্যামেরার সাথে সংযুক্ত ডিভাইস ও কম্পিউটারটি নিয়ে যায়।
এই ঘটনার ফলে হাসপাতাল কতৃপক্ষের কাছে সংরক্ষিত হামলার ভিডিও ফুটেজও পাওয়া সম্ভব হয়নি। হামলাকারীরা চালাকি করেই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
এ ব্যপারে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন- রাতে কে বা কারা কলেজ এবং হাসপাতালে ভাংচুর করেছে তা এখনো জানা যায়নি। ভাংচুরকারীরা হাসপাতালের সিসি ক্যামেরার সকল ডকুমেন্ট নিয়ে গেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ui5Sc5

August 08, 2017 at 01:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top