কুয়ালালামপুর, ০৭ আগষ্ট- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে সেতাপাকে বাংলাদেশী মালিকানাধীন অভিজাত রেস্টুরেন্ট টেন ইলিভেন ক্যাফের শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার ফিতাকেটে, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুভউদ্ভোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী অভিজাত রেস্টুরেন্ট টেনইলিভেন ক্যাফের কর্ণধার, মালয়েশিয়া প্রবাসী সাইফুর রহমান সুমন, এডভোকেট মোহাম্মদ বেলাল হোসাইন ও মোসাম্মাৎ ইসরাত জাহান। এক সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, মালয়েশিয়ায় অনেক বাংলাদেশী বিভিন্ন পেশায় নিয়োজিত। তারা চায় উন্নত রুচিশীল খাবার।আমরা তাদের কথা বিবেচনা করে এই ওয়েষটার্ন রেস্টুরেন্ট উদ্বোধন করলাম। তাছাড়া মালয়েশিয়ানসহ ইউরোপ, আমেরিকা ও বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদেরও আমাদের রেস্টুরেন্ট আপ্যায়নের সুব্যবস্থা করা হয়েছে। আমরা সবধরনের ব্যাবস্থা গ্রহণ করেছি। ভিনদেশিদের রুচির চাহিদারউপর নির্ভর করে আমাদের দক্ষটিম রান্না পরিবেশন করবেন। যাদের রয়েছে দেশবিদেশের রান্নাকরার অভিজ্ঞতা।রেস্টুরেন্টটি উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ান নাগরিক দাতোডক্টরতান, ব্যারিস্টার আব্দুল মালিক বিন হাকিম, মোহাম্মদ জাবেদ হোসেন সুমন, ও বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ নাসিরউদ্দিন সহ আরো অনেকে। আর/১৭:১৪/০৭ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vFgTYk
August 08, 2017 at 01:14AM
07 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top