জ্যামাইকা, ২৬ আগষ্ট- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হলো টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। টুর্নামেন্টে শনিবারের ম্যাচে জ্যামাইকা তালাওয়াশের হয়ে ম্যাচ খেলতে নেমেছেন তিনি। তার দল মুখোমুখি হয়েছে সেইন্ট লুসিয়া স্টার্সের। এবার দ্বিতীয়বারের মতো বিদেশে কোনও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলতে গেলেন তিনি। এই বছরই তিনি কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছিলেন। আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তাই তিনি গেছেন সিপিএলে অংশ নিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ সুনাম রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। গত আসরে খুলনা টাইটান্সের অধিনায়ক ছিলেন তিনি। তার দল খেলেছিল প্লে-অফ পর্বে। তিনি পেয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। জ্যামাইকা তালাওয়াশ একাদশ: গ্লেন ফিলিপস, লেন্ডল সিমন্স, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক, উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, রভম্যান পাওয়েল, জনাথন ফু, আন্দ্রে ম্যাকার্থি, মোহাম্মদ সামি, কেজরিক উইলিয়ামস, গ্যারি মাথুরিন, ক্রিসমার সান্তোকি। আর/০৭:১৪/২৬ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wcc32R
August 26, 2017 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top