বালুরঘাট, ১৬ আগস্টঃ ত্রাণ অপ্রতুল। গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তৈরি হয়েছে ক্ষোভ। রাজ্যের অন্যান্য এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে কোনোরকম ত্রাণ আনা সম্ভব হয়নি বালুরঘাট মহকুমায়। ব্যাহত হচ্ছে জলবন্দী মানুষদের উদ্ধারকার্যও।
এদিন শহর থেকে গ্রাম সর্বত্র ত্রাণ নিয়ে গোলমাল নজরে আসে। চকভৃগুতে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায় ও বিডিও কৌশিক চ্যাটার্জীকেও। ত্রাণ না পেয়ে মারমুখী হয় বাসিন্দারা।
আজ সকাল থেকে বালুরঘাটের বিভিন্ন এলাকায় ত্রিপল, চালের বস্তা নিয়ে ত্রাণের ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। কিন্তু ত্রাণ পৌঁছতেই শুরু হয়ে যায় লুঠ। পরে পুলিশের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়।
জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী এদিন জানান, এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির কবলে পড়ে মৃত্যু হয়েছে ১০ জনের।
প্রসঙ্গত, বংশীহারী, বালুরঘাট, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর ব্লকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ ও বংশীহারী ব্লকের অবস্থা সব থেকে খারাপ। হিলি, বালুরঘাট, গঙ্গারামপুর এলাকা জলের তলায়। বন্ধ সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা।
গতকাল সেচ মন্ত্রী রাজীব ব্যানার্জী জেলার পরিস্থিতি দেখতে আসেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wa7yc6
August 16, 2017 at 06:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন