রিয়াদ, ১৫ আগষ্ট- যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গোলাম মসীহ। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, কমিউনিটি নেতারাহ প্রবাসী বাংলাদেশিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উন্মুক্ত আলোচনায় গোলাম মসীহ বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কর্মজীবন ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে গোলাম মসীহ বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বঙ্গবন্ধু যে ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন, সে দেশের উন্নয়নের জন্য সকলকে দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান গোলাম মসীহ। তিনি প্রবাসীদের দেশের মানুষের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। কাউন্সেলর ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপমিশন প্রধান ড. এমডি নজরুল ইসলাম বক্তব্য প্রদান করেন। তিনি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো কাজ করছে বলে জানান। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতাও বক্তব্য প্রদান করেন। আলোচনার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। এতে কমিউনিটি নেতারাসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় দুটি বেসরকারি ক্লিনিকের সহায়তায় প্রবাসীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আর/১৭:১৪/১৬ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uHXVkl
August 16, 2017 at 11:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top