ঢাকা, ০৭ আগস্ট- মা না থাকার কষ্ট তিনিই সবেচেয়ে বেশি উপলব্ধি করতে পারেন, যার মা নেই। অপরদিকে একজন মায়ের কাছে নাড়ি ছেঁড়া ধন সন্তানের আদর কতটা সেটা মা না হলে উপলব্ধি করা সম্ভব না। সংবাদের শীর্ষে যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে তোলা তার মা (নাম- ছবি সাহা) এর তোলা ছবি। ছবিটি তোলা হয় মা ছবি সাহার জন্মদিনে। গতকাল ৬ আগস্ট ছিল ছবি সাহার জন্মদিন। ছবিটি মিমের ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পেয়ে মিমের মা ছবি সাহার সঙ্গে কথা হয়েছে। শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলে তিনি জানান- তিনি ভালো আছেন। জন্মদিন প্রসঙ্গে ছবি সাহা বলেন- মিমের শুট ছিল, সেটা শেষ করে বাড়িতে ফিরেছে রাত প্রায় সাড়ে বারোটায়। তখন ও আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আমার মেয়েদের এই ভালোবাসাই আমার কাছে আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার। ভবিষ্যতে আপনি মিমকে আপনি কোন অবস্থানে দেখতে চান? ছবি সাহা বলেন- ও যে অবস্থানেই থাকুক, তাতেই আমরা খুশি। আপনারা সকলে ওকে ভালোবাসবেন এটাই মা হিসেবে আপনাদের কাছে আমার চাওয়া। আপনার জন্মদিনে মিমের কাছে আপনার কোনো বিশেষ চাওয়া আছে কি? এ প্রশ্নের জবাবে ছবি সাহা সন্তুষ্টি মিশ্রিত হাসি হেসে উত্তর দেন- এই যে এত ব্যস্ততার মধ্যেও আমার মেয়েরা যে আমাদের স্মরণে রাখে, আমাদের এত ভালোবাসে- এটা কজন সন্তান করে বলুন! কটা সন্তানই বা নিজের বাবা মায়ের কথা ভাবে আজকাল। সেখানে আমার মেয়েরা আমাদের কথা মনে রাখে, ভুলে যায় না। এর চেয়ে বেশি পাওয়া আর কীইবা হতে পারে। কীইবা আর চাওয়া থাকতে পারে। উল্লেখ্য, মিম ছাড়াও তার আরেকটি মেয়ে রয়েছেন, তার নাম প্রজ্ঞা সিনহা মমি। তিনি এবারের উচ্চ মাধ্যমিক পরিক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন। মিমের মা ছবি সাহা ১৯৮৫ সালের ৩০ জুলাই বিরেন্দ্র নাথ সাহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৩০ জুলাই মা-বাবার বিবাহ বার্ষিকীকে বেশ উৎফুল্লভাবেই পালন করছেন দুই বোন- মিম ও প্রজ্ঞা। গতকাল মায়ের জন্মদিন ঘরোয়াভাবেই পালন করেছেন দুই বোন। এমএ/ ১১:৪২/ ০৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vxJhvN
August 08, 2017 at 05:44AM
07 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top