ঢাকা, ২৫ আগস্ট- জাকিয়া বারী মম। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে লাখ ভক্তের হৃদয়ে যায়গা করে নিয়েছেন। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। এবার মম বাংলার পর্দাকে টপকে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের পর্দায়। তবে কবে থেকে কাজ করবেন এ বিষয়ে জানান নি মম। সম্প্রতি গণমাধ্যমকে মম জানিয়েছেন, আমার সঙ্গে আলোচনা হয়েছে। আমি মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছি। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে কাগজে-কলমে চুক্তি হতে একটু দেরি হচ্ছে। তাই ঈদের পর ভারত যাচ্ছি, সেখানে চুক্তিবদ্ধ হব। গল্প পাঠানো হয়েছিল। পছন্দ হয়েছে আমার। আর সব কিছু ঠিক থাকলে ছবিটির শুটিং শুরু হবে ডিসেম্বরে। এমএ/ ১১:৫০/ ২৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xja0tX
August 26, 2017 at 05:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top