ঢাকা, ২৪ আগষ্ট- ওয়ানডে, টি-টুয়েন্টিটা ভালো খেললেও টেস্ট ম্যাচকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ সংস্করণে বরাবরই তারা ফেভারিট। যে কোনো সময় যে কোনো কন্ডিশনেই তাদের হারানো খুব কঠিন। এ বাস্তবতা জেনেও ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে পারবেন বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান। এমনকি দুটি টেস্টেই জয় তুলে নিয়ে প্রবল প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার ঘোষণাটাও দেশের সেরা ক্রিকেটার দিয়ে দিলেন এবার। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার প্রত্যয় জানিয়েছিলেন। অধিনায়ক মুশফিকুর রহীমও বলেছিলেন দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টেই জেতার সামর্থ্য তার দলের আছে। কোচ আর অধিনায়করের কথার প্রতিধ্বনি এবার হলো বিশ্বের তিন সংস্করণের ক্রিকেটেই এক নম্বর অল রাউন্ডার সাকিবের কণ্ঠে, আমার তো মনে হয় তা সম্ভব। সম্ভব না হওয়ার তো কিছু দেখি না। আর প্রত্যাশাদুই টেস্টই জেতা। হোয়াইটওয়াশ করার প্রত্যাশা করলেও অসিদের হারানোটা খুব কঠিন জানেন সাকিব। বিশেষ করে যে কোনো পরিবেশে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতাই সিরিজটিকে বেশ কঠিন করে তুলবে বলে মনে করেন ৩০ বছরের এপিক খেলোয়াড়, ওদের কালচারটা এমন যে ওরা সব কন্ডিশনে মানিয়ে নিতে পারে। হয়তো কষ্ট হয়, হবেও। বৃষ্টি আছে, গরম আছে। তারপরও ওরা মানিয়ে নেবে। আগেও নিয়েছে। ওদেরকে হারাতে তাই আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে। তবে ঘরের মাঠে খেলছেন বলেই জিতবেন সহজে এমনটা মানছেন না সাকিব। আর এমনটা ভাবলে উল্টো নিজেরা ব্যকফুটে থাকবেন বলে সতর্ক করে দিলেন। তাই যে কোনো পরিস্থিতিতেই অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলাটাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি, কন্ডিশন বা অন্যকিছুর উপর নির্ভর করে সিরিজ শুরুর চিন্তা করাটা মনে হয় না খুব একটা ভালো হবে। আমাদের চিন্তাই থাকা উচিত যে, আমরা যাতে যে কোনো পরিস্থিতি ওদের চেয়ে ভালোভাবে মোকাবেলা করতে পারি। বাংলাদেশের পরিবেশে অস্ট্রেলিয়া যতই মানিয়ে নিক এ কন্ডিশনটা টাইগারদের চেয়ে ভালো কেউ জানেনা। তাই অজিদের চেয়ে নিজেরা ভালো খেলবেন বলেই আশা করছেন সাকিব। আর তা করতে পারলে এবং দুই টেস্টেই জয় এলে এতো হবে এক বিশ্ব কাঁপানো ঘটনা। সাকিবরা তেমন কিছুর প্রস্তুতিটা তো আর কম দিন থেকে নিচ্ছেন না! আর/১৭:১৪/২৪ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iu4Gkg
August 25, 2017 at 01:08AM
24 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top