মো. লুত্ফুর রহমান ● কুমিল্লা শহরের প্রাচীন আন্তঃজেলা বাস টার্মিনাল শাসনগাছা থেকে ধর্মপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার ব্যস্ততম সড়কে যাতায়াত ব্যবস্থা রীতিমত ভেঙে পড়েছে। এ সড়কের ইট, বালু, সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে জমাট বাঁধা ময়লা দূষিত পানি আর খানা-খন্দে ভরা এ সড়কে জীবনের ঝুঁকি নিয়ে শত শত যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে। সড়কের এমন বেহাল অবস্থায় প্রতিনিয়ত চালক-যাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ সড়কের পাশে রয়েছে বিএডিসি অফিস, পরিবার-পরিকল্পনা অফিস, কো-অপরেটিভ কোল্ড স্টোরেজসহ বিভিন্ন শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
স্কুল শিক্ষক কাজী হাবিবুর রহমান ও মীরা রানী দেবী বলেন, ‘বিকল্প সড়ক না থাকায় এ সড়কে নিয়মিত চলাচল করতে হয়। এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী, ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার জনগণকে শুধু ভোগান্তি-ই নয়, যেন এক নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে।’
স্থানীয় এলাকার বাসিন্দা ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কটির কোনো অভিভাবক আছে বলে মনে হয় না, থাকলে সীমাহীন এ জনদুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষের কী কোনো দায় নেই? আমাদের এ দুর্ভোগ শেষ হবে কবে?’
আদর্শ সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার জানান, দুই বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। এ সড়ক দিয়ে বর্তমানে বাস টার্মিনালের পরিবহনের পাশাপাশি রেলওয়ে ওভারপাসের কাজে ব্যবহূত বড় বড় গাড়ি চলাচল করছে। রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে অধিক ওজনের গাড়ি চলাচল করার কারণে ও বৃষ্টির ফলে রাস্তাটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প সড়ক না থাকায় বর্তমানে এ রাস্তা বন্ধ করে নতুন করে সংস্কার কাজ করা যাচ্ছে না। আপাততঃ উপজেলা পরিষদ থেকে রাস্তাটিতে ইট-বালু-কংক্রিট ফেলে যানবাহন চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
The post কুমিল্লায় এক কিলোমিটার সড়ক বেহাল চরম ভোগান্তিতে হাজারো মানুষ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2wx1qqA
August 06, 2017 at 07:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন