ঢাকা, ৩১ আগষ্ট- ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে তাহসানের সপ্তম একক অ্যালবাম অভিমান আমার। শ্রোতাদের জন্য সপ্তম একক অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন তাহসান।পয়লা সেপ্টেম্বর জিপি মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে হালের জনপ্রিয় এ শিল্পীর সাত গানের অ্যালবাম। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস ও জিপি মিউজিকের যৌথ প্রযোজনার প্রকাশিতব্য অ্যালবামটির টাইটেল গানের মিউজিক ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে শিগগিরই। তাহসান বললেন, প্রায় চার বছর বিরতির পর আমার সপ্তম একক অ্যালবামের কাজ শেষ করলাম। আসলে নাটকে অভিনয়, শিক্ষকতা, লাইভ কনসার্ট- এগুলোর পাশাপাশি সলো অ্যালবামের কাজ কারতে একটু বেশি সময় লেগে গেল। তারপরও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, অ্যালবামের ৭টি গান আমি আমার নিজের মতো করে সাজিয়েছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। অ্যালবামে সবগুলো গানের কথা লিখেছেন তাহসান নিজেই। একটি গানে তার সাথে যৌথ গীতিকার ফাজবীর তাজ তন্ময়। তিনটি গানের সুর ও সংগীত করেছেন তাহসান। দুটি গানের সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। বাকি দুটি গানের সুর ও সংগীত করেছেন নাহিদ নোমান অরূপ। আর/১২:১৪/৩১ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wTsTqn
August 31, 2017 at 06:52AM
31 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top