লন্ডন, ২৮ আগস্টঃ বাকিংহ্যামশায়ারের প্যাগনেলে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই মহিলা সহ মৃত্যু হল আটজন ভারতীয়র। আহত আরও ৪। গত ২৪ বছরেও ব্রিটেনে এমন ভয়াবহ পথ দূর্ঘটনা ঘটেনি।
স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকালে বাকিংহ্যামশায়ারের নিউপোর্ট প্যাগনেলে উইপ্রোর কর্মী এবং তাঁর পরিবারকে নিয়ে যাচ্ছিল একটি মিনিবাস। উল্টো দিক থেকে আসা দুটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজন কর্মীর। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে ভরতি করা হয় হাসপাতালে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়িচালকের। তিনিও একজন ভারতীয় ছিলেন। ঘটনাস্থলে যায় দমকলের ৯টি ইঞ্জিন। ৩৫ জন দমকলকর্মীর চেষ্টায় উদ্ধার করা হয় মৃত ও আহতদের।
দুই লরি চালককেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মদ্যপ ছিল বলে জানা গিয়েছে। বেপোরোয়া গাড়ি চালানো এবং দূর্ঘটনার মামলা আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
ব্রিটেনে উইপ্রোর হেড অপারেশনসের দায়িত্বে থাকা রমেশ ফিলিপস জানিয়েছেন, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে আমাদের তিন সহকর্মী কার্তিকেয়ন রামাসুন্দরম পুগালুর, ঋষি রাজীব কুমার ও বিবেক ভাস্করণ এক ভয়বহ দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iBRuKj
August 28, 2017 at 02:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন