সিলেট, ০৭ আগস্ট- নতুন মালিকানায়, নতুন নামে, নতুন ভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে অংশ নিচ্ছে সিলেট। সিলেট সুরমা সিক্সার্স নামে বিপিএলে অংশগ্রহণ করবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিপিএলে নতুন দল হওয়ায় দল গুছানোর দিক দিয়ে বাকি সবার থেকে হালকা পিছিয়ে আছে তারা। ইতোমধ্যে আইকন প্লেয়ার হিসেবে টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছেন সিলেট। দেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন ঘরের ছেলে আবুল হাসান রাজু এবং অলক কাপালি। আর বিদেশি খেলোয়াড়দের তালিকায় ক্রিস জর্ডান, ডাওইড মালানদের সঙ্গে আগেই চুক্তি করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার নতুন করে জানা গেল কিউই দলপতি কেন উইলিয়ামসনকে দলে ভিড়িয়েছে সুরমা সিক্সার্স । শুধু উইলিয়ামসনই নয় গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডওসনের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই দুই তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম বলেন, আমরা অনেক আনন্দের সাথে জানাচ্ছি কেন উইলিয়ামসন ও লিয়াম ডসন আসন্ন বিপিএলে সিলেটের হয়ে অংশ নিবেন। আমরা তাদের দলে নিতে পেরে উচ্ছ্বসিত।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wm19XW
August 07, 2017 at 10:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন