সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে প্রানে মারার হুমকি !

আবুল হোসেন- নিজস্ব প্রতিনিধি:: ভারতীয় শিলং তীর খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আবুল হোসেনকে প্রান নাশের হুমকি দিয়েছে এক জুয়াড়ী। হুমকি প্রদানকারী জুয়াড়ী নুর উদ্দিন নুরু দক্ষিণ সুরমা থানার মোগলাবাজার খালেরমুখ এলাকার বাসিন্দা। এ ব্যাপারে সাংবাদিক আবুল হোসেন বৃহস্পতিবার (০৩রা আগষ্ট) রাত সাড়ে দশটায় এসএমপির কোতয়ালি থানায় একটি সাধারন ডায়েরী করেছেন, যার নং-২৬১। জানা যায়, জুয়াড়ী নুর উদ্দিন নুরু ঐ এলাকায় দীর্ঘ দিন যাবৎ অনলাইন তীর খেলা নামক জুয়ার রাজত্ব কায়েম করে আসছে। জুুয়া খেলাকে পুজি করে অবৈধভাবে সাধারন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। গত ৩রা আগষ্ট বৃহস্পতিবার “মোগলাবাজারে নুরের নিয়ন্ত্রনে চলছে ভারতীয় ‘তীর’ খেলা: প্রশাসন নীরব” শিরোনামে বেঙ্গলসটাইমস নিউজ ডটকম ও হলি সিলেট ডটকম অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আবুল। এসময় সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তিনি মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলেন। সব ধরণের সত্যতা প্রমাণিত হওয়ায় তিনি সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর মূহুর্তে জুয়াড়ী নুরু তার ব্যবহৃত ০১৭১৮৩২৫২৮১ এই নম্বর থেকে সাংবাদিক আবুলের ব্যবহৃত ০১৭২৫১৬৭৫০৩ এই নাম্বার এ সন্ধ্যা ৭টায় ফোন দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে সংবাদের কারনে তাকে প্রাণে মারার হুমকি দেয় এ জুয়াড়ী। এ ব্যাপারে সাংবাদিক আবুল রাত সাড়ে ১০টায় এসএমপি কোতয়ালি থানায় তার বিরুদ্ধে এ সাধারন ডায়েরী করেন। এ বিষয়ে সাংবাদিক আবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান ভাই সত্য সংবাদ প্রকাশের কারনে আমাকে প্রানে মারার হুমকি দিলো জুয়াড়ী নুরু,জানমালের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারন ডায়েরী করেছি,এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vxx3CP

August 04, 2017 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top