পিএসজির প্রথম ম্যাচ মাঠে নামতে পারেনি নেইমার। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই দেখা যাবে তাকে। কারণ, বৃহস্পতিবার বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে দিয়েছে নেইমারের বর্তমান ক্লাব পিএসজি৷ তাই রবিবার প্রথম ম্যাচে নামতে কোনও বাধা থাকছে না নেইমারের৷ গত বুধবার নেইমারের ট্রান্সফার গুঞ্জন বাস্তব রূপ পায়। এদিন পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেন ব্রাজিলিয়ান নম্বর টেন৷ নেইমারকে কিনতে ২২ কোটি ২০ লাখ ইউরো খরচা করেছে ফরাসি ক্লাবটি৷ গত বছর আগস্টে জুভেন্তাস থেকে পল পোগবাকে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কিনেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ ফরাসি মিডফিল্ডারের সেই রেকর্ড ভেঙে খান খান ব্রাজিলিয়ান তারকার কাছে৷ তবে রেকর্ড অর্থে ক্লাব বদল করলেও আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় মাঠে এখনও নামতে পারেননি নেইমার৷ আসলে বাই আউট ক্লজের অর্থের জন্যই এই বিপত্তি৷ তাই লিগ ওয়ানের প্রথম ম্যাচ ডাগ আউটে বসেই কাটান ব্রাজিলিয়ান তারকা৷ আর/১০:১৪/১১ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vqgTem
August 12, 2017 at 05:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top