শিলিগুড়িতে মন্ত্রীর পাড়ায় বাঘ

শিলিগুড়ি, ১ আগস্টঃ মন্ত্রীর পাড়ায় বাঘ। মঙ্গলবার সাতসকালে এমন খবরে হইচই পড়ে গেল শিলিগুড়িতে। কলেজপাড়ার একটি বাড়ির এক কেয়ারটেকার জানান, রাত আড়াইটে নাগাদ তিনি বাইরে বেরিয়েছিলেন নজরদারি করতে। সেই সময় পাশের এক জায়গায় জমে থাকা জল খাচ্ছিল বাঘটি। শব্দ পেয়েই সে লাফ দিয়ে পাঁচিল টপকে চলে যায়। রাতে ড্রাইভারদের ডাকলে তারা ওঠেনি। ওই কেয়াটেকারও এরপর হইচই না করে শুয়ে পড়েন।

সকালে বিষয়টি নিয়ে কথা হতেই হইটই শুরু হয়ে যায়। এক প্রতিবেশী জানান, রাত আড়াইটে নাগাদ তিনিও শব্দ শুনে উঠেছিলেন। সেই সময় কুকুরগুলো খুব চিৎকার করছিল। তবে অন্ধকারে তিনি কিছু দেখতে পাননি। ইতিমধ্যে ওয়ার্ড কমিটি এবং আশপাশের লোকজন চলে আসে। দেখা যায়, বাঘের থাবার মতো বেশ কয়েকটি কাদার চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরাও। একটি প্রকৃতিপ্রেমী সংগঠনের সদস্যরাও আসে। প্রাথমিকভাবে সকলেরই ধারণা, বাঘের পায়ের ছাপ হলেও বাঘটি খুবই ছোট। তবে, বন দপ্তর ও পুলিশ আশপাশে নজর রাখছে।

ছবিঃ শিলিগুডড়িতে বাঘ বেরনোর খবর পেয়ে হাজির বন দপ্তরের কর্মীরা।– ভাস্কর বাগচী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vdqTYP

August 01, 2017 at 11:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top