সোবহানীঘাটে ছাত্রলীগের দুইকর্মীর হাত-পা কাটলো সন্ত্রাসীরা


সুরমা টাইমস ডেস্ক ::সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় জালালাবাদ কলেজের সামনে দুই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিবিরের কর্মীরা। পূর্ব বিরোধের জেরধরে এ হামলার ঘটনায় ঘটেছে বলে জানিয়েছে । সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুরুতর আহতরা হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থী আবুল কালাম আসিফ (২০) ও মদন মোহন কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী শাহিন আহমদ (১৮)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শাহিনকে ঢাকায় প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
আহতরা সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের অনুসারি বলে জানা গেছে।
শিবিরের হামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার জানান- ধারালো অস্ত্রের আঘাতে শাহীনের ডান হাত প্রায় কেটে গেছে। হাসপাতালে তার শরীরে অস্ত্রপাচার চলছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি জানান- শাহিন ও আসিফ কলেজে যাওয়ার পর উৎপেতে থাকা শিবিরের ৮-১০জন কর্মীরা হামলা চালায়। এসময় শিবিরের কর্মীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিন জানান, হামলার শিকার আফিফ ও শাহিন পুলিশকে জানিয়েছে তাদেরকে শিবিরের কর্মীরা কুপিয়েছে। পুলিশ হামলাকারীদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vcdfog

August 07, 2017 at 07:21PM
07 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top