মুম্বাই, ৩০ আগষ্ট- তাইজুল ইসলামের বলে হ্যাজেলউড এলবিডাব্লিউ হতেই ৫৬ হাজার বর্গমাইল জুড়ে শুরু হয়ে গেল উৎসবের ঢেউ। বিজয়োল্লাসে মাতল বাঙালি। অবশেষে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া বধ! ১১ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এসে প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ নিল বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়কে প্রেরণাদায়ক আখ্যা দিয়ে টাইগারদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। টাইগারদের জয়ের পর করা টুইটে এ ক্রিকেট লিজেন্ড আরো লেখেন, টেস্ট ক্রিকেট দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শচীনের ওই টুইটে ৬ জন রিপ্লাই করেছেন, পাল্টা টুইট করেছেন ৪৭ জন, আর লাইক পড়েছে ১৮৩টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। মিরপুরে ইংল্যান্ডের পর অজি বধ করলো টাইগাররা। ঢাকা টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয় দিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সাকিব-মুশফিক-তামিমরা। মাত্র সাড়ে তিনদিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় পেলো টাইগাররা। আর/১৭:১৪/৩০ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2whiMu8
August 30, 2017 at 11:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন