নিজস্ব প্রতিবেদক ● ইস্টার্ণ মেডিকেল কলেজের সিনিয়র এডমিন অফিসার মো. কামরুজ্জামান পরিবার নিয়ে ভাড়া থাকেন বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায়। গত সোমবার বাসায় তালা লাগিয়ে পরিবারের সবাইকে নিয়ে জরুরি কাজে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলায় চলে যান। গত বুধবার সন্ধ্যায় বাড়ির মালিকের মাধ্যমে জানতে পারেন তাঁর ঘরের দরজা খুলা।
খবর পেয়ে ছুটে এসে দেখেন সাজানো বাসাটি ওলটপালট হয়ে আছে। আলমারীর ড্রয়ারটি ভাঙ্গা, ওয়্যারড্রপের কাপরগুলো এলামেলো। খাটের তুষকগুলো উল্টানো। পশ্চিমের রুমের থাই জানালার গ্রিল ভাঙ্গা। পূর্ব দিকের রুমে দুটি মনিটরের মধ্যে একটি মনিটর নেই। চেনা বাসাটি চিনতেও যেন অনেক কষ্ট হচ্ছে কামরুজ্জামানের। সীমিত আয়ের সংসারে প্রতিটি জিনিসই যেন রক্তের। ছোট ছোট সঞ্চয় দিয়ে দীর্ঘ দিনের প্রচেষ্টায় সাজানো বাসা। তবে প্রবাদ আছে, চুরে না শুনে ধর্মের বাণী। খালি বাসায় সুযোগ পেয়ে সুকৌশলে বাসার ভিতরে থাকা নগদ ৭৭ হাজার টাকা এবং তিন ভড়ি স্বর্ণ এবং কম্পিউটারের একটি মনিটর চুরি হয়ে গেছে। কিভাবে হলো এ চুরি। বুঝতে পারছেন না কামরুজ্জামান। মাথায় অনেক প্রশ্ন।
ফিল্মি স্টাইলের এ চুরিতে ক্লু খুজে পেতেও বেগ পেতে হচ্ছে ঘটনার তদন্ত করতে আসা কোতয়ালী মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুছের । যে তালাগুলো লাগিয়ে গিয়েছিলেন তাঁর সব ঠিক আছে। গ্রিলের যে অংশটুকো কাটা তা দিয়ে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রবেশ খুবই কঠিন, তাছাড়া গ্রিলের মধ্যে যেসকল আঘাত দেখা গেছে তা ভেতর থেকে করা হয়েছে বলে মনে করছেন সবাই । এখন প্রশ্ন চোর কিভাবে ঢুকলো?? চোর কি বাসার ভিতরে আগে থেকেই ছিলো? না চোর নকল কোন চাবি দিয়ে তালা খুলেছে ?
তিনতলা বাসার নিচতলার এ ফ্ল্যাটে ঢুকার দুটি দরজা। কামরুজ্জামান একটি দরজা ভেতর থেকে লাগিয়ে পাশের রুম দিয়ে বের হয়ে দরজা এবং গেটে তালা লাগিয়েছিলেন। এখন যেহেতু তালা ঠিক আছে তাইলে কি ভুলে ওই দরজা লাগাতে ভুলে গিয়েছিলেন। আর চোর যদি দরজা খুলাই পেয়ে থাকে তাহলে গ্রিল এভাবে কেটে কি বুজাতে চেয়েছে ??? এমন অনেক প্রশ্নই আসতে পারে কামরুজ্জামানের পরিবার ও পুলিশের মাথায়। তবে সঠিক তদন্ত শেষে বুঝা যাবে ঘটনাটি আসলে কি। বাড়ির মালিক আবু হানিফ বলেন, বাসার দরজা খুলা পেয়ে এক ভাড়াটিয়া আমাকে জানাইলে সাথে সাথে এ অবস্থা দেখে আমি কারুজ্জামানকে ঘটনাটি জানাই। কামরুজ্জামান বলেন, এর আগেও বাসা থেকে দুটি মোবাইল চুরি হয়েছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা বলেন, চুরির ঘটনাটি অকেট জটিল। তদন্ত শেষে বলা যাবে। আশপাশে কারা থাকে, কি করে তা জানতে হবে। তিনি আরো বলেন, শহরে চুরি ছিনতাই বেড়ে গেছে। প্রতারক চক্রও রয়েছে। এই অপরাধ চক্রগুলোকে ধরতে পুলিশ অনেক চেষ্টা করে যাচ্ছে।
The post নগরের বাদুরতলায় ফিল্মি স্টাইলে চুরি appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2hr4gKO
August 03, 2017 at 07:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন