শিঘ্রই আসতে চলেছে নতুন ২০০ টাকা, জানালো অর্থমন্ত্রক

নয়াদিল্লি, ২৩ আগস্টঃ চলতি মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বাজারে আসতে চলেছে নতুন ২০০ টাকার নোট। আজ অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্র সরকার ২০০ টাকার ব্যাংক নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

নোট নিয়ে দূর্নীতি রুখতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন নোট নিয়ে যাতে কোমোরকম ঘাটতি না হয় তার জন্য প্রথমেই ৫০ কোটি টাকা ২০০ টাকার নোট ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নোটের ডিজাইন স্বীকৃতি পেয়েছে। প্রথমে এই নোট মার্চে বাজারে ছাড়ার কথা থাকলেও নিরাপত্তা এবং কোয়ালিটি যাচাই করতে সময় লেগেছে।

মাইসুরুতে সরকারি ছাপাখানায় ছাপানো হবে এই নোট। তবে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনো ডিজাইন বহিঃপ্রকাশ  না হলেও সোশ্যাল মিডিয়ায় এই নোটের ছবি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

নভেম্বরে জিমনিটাইজেশনের পর থেকে এই নিয়ে চারবার নতুন নোট ছাপানোর কথা ঘোষণা করা হল আরবিআইয়ের পক্ষ থেকে।

যেহেতু ১০০ এবং ৫০০ টাকার নোটের মাঝে অন্য কোনো ছোট অঙ্কের নোট নেই তাই ২০০ টাকার এই নোট অনেক বেশি জনপ্রিয় হবে বলে আশাবাদী সকলেই।

স্টেট ব্যাংকের গ্রুপ চিফ ইকনমিস্ট সৌম্যকান্তি ঘোষ বলেন, ‘২০০ টাকার নোট বাজারে এলে মোট নোটের সংখ্যা বাড়বে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ioVRbr

August 23, 2017 at 04:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top