সুরমা টাইমস ডেস্ক:: ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় রোববার সন্ধ্যার ওই ঘটনার পর থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম বলেন, বেলা আড়াইটার দিকে আধা-পাকা ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হয়েছে।
ঘরের ভিতর একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখার কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘরের ভিতর আরও বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ময়মনসিংহ থেকে আরও পুলিশ আসছে। তারা এলে ঘরে অভিযান চালানো হবে।
নিহত ওই যুবক তিন দিন আগে ঘরটি ভাড়া নিয়েছিলেন বলে বাড়ির মালিক আজিম উদ্দিন জানিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির মালিককে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরুই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মালয়েশিয়া প্রবাসী আজিম উদ্দিন উপজেলার কাশর গ্রামে বাড়ি নির্মাণ করে তাতে ১০/১২টি পরিবারকে ভাড়া দেন। গত ২২ আগস্ট কুষ্টিয়া জেলার পরিচয় দিয়ে ওই (নিহত) ব্যক্তি স্ত্রী ও দুই শিশু ছেলে নিয়ে ওই বাসার দুটি রুম ভাড়া নেন।
রোববার সন্ধ্যায় ওই বাসায় বিকট শব্দে আওয়াজ হলে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বোমা বিস্ফোরণে অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং তার শিশু ছেলে গুরুতর আহত হন। আহত শিশুকে তার মা অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে বাড়িটির চারদিক ঘেরাও করে রাখে।
নিহত ব্যক্তির পাশ থেকে একটি মোবাইলফোন উদ্ধার করে।
হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু জানান, শুনেছি গত ২/৩দিন আগে ওই নিহত ব্যক্তি সপরিবারে বাসাটি ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, বোমা তৈরির সময় বিস্ফোরণে তার দুটি হাতে কব্জি উড়ে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, কুষ্টিয়ার পরিচয় দিয়ে ওই লোকটি বাসা বাড়া নিয়েছিল তিনদিন আগে। বোমা তৈরির সময় বিস্ফোরণে লোকটি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঢাকায় বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেয়া হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wK7ekI
August 28, 2017 at 12:24AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন