ফের ওসমানীনগরে ০৪ টি দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৮দিনের ব্যবধানে সিলেটের ওসমানীনগরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের আবারও চুরি সংগঠিত হয়েছে।

বুধবার দিবাগত রাতে চোরচক্র পাশাপাশি দুইটি স্বর্ণের দোকান এবং দুইটি কাপড়ের দোকানের চালের টিন উঠিয়ে ভেতরে ঢুকে নগদ টাকা, রূপার অলংকার এবং কাপড়সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্বর্ণের দোকান গুলোর সিন্ধুক ভাঙতে না পারায় কোন স্বর্ণালংকার নিতে পারেনি। এর পূর্বে চলতি মাসের শুরুতে তিনটি দোকানে একই কায়দায় চুরি সংগঠিত হয়েছিল। বাজারে পাহারাদার থাকা সত্তেও এধরণের চুরির ঘটনায় ক্ষোব্ধ ব্যবসায়ীরা।

এদিকে চুরি রোধে পাহারা তৎরপতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে স্থানীয় ইউনিয়ন প্রশাসন। রাত ১২টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা এবং ১২টার পরে কাউকে বাজারে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আজ বৃহস্পতিবার ইউনিয়ন প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে প্রচার করে জনসাধারণকে অবগত করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে ব্যবসায়ীরা কোন অভিযোগ দিতে অনাগ্রহী।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2urOTrI

August 10, 2017 at 08:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top