শিশু ঝরে পড়ারোধে পোল্লাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত

চলতি বছরের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য শিশু ঝরে পড়া রোধে গুরুত্বপুর্ণ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় (শিশু ঝরে পড়া রোধ ক্যাটাগরিতে) হিসেবে নির্বাচিত হয়েছে। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মকর্তা, সংগঠন, বিদ্যুৎসাহী সমাজকর্মী বাছাই কার্যক্রমে এই বিদ্যালয়টি মনোনিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, এবছর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)সহ বিদ্যালয় সংশিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় ঝরে পড়ার হার উল্লেখযোগ্যহারে কমিয়ে আনা হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে মনোনিত করা হয়েছে।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পোল্লাডাঙ্গা সরকরি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল হুদা অলক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার খাতুনসহ শিক্ষকমন্ডলী, ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দদের অভিনন্দন জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন শ্রেষ্ঠ শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, বিদ্যুৎসাহীসহ বিভিন্ন ক্যাগরিতে ১৩ জন/ প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2xj5jjM

August 25, 2017 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top