নগরীতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এবার পশুর হাট!

বিশেষ প্রতিবেদন: ঈদকে সামনে রেখে সিলেট সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ নগরীতে অন্তত ১০টি অবৈধ পশুর হাট বসেছে। এসব অবৈধ পশুর হাট উচ্ছেদে প্রশাসন রহস্যজনক কারণে নীরব আর তাদের সাথে সিসিকও নমনীয় ভূমিকায়। অবৈধ পশুর হাটের জন্য নগরবাসীরও ভোগান্তির কোন শেষ নেই।

শনিবার (২৬ আগস্ট) মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে অনুরোধ করা হয় মহানগরীর বৈধ পশুর হাট থেকে পশু ক্রয় করার জন্য। এদিকে সিলেট শহর ও শহরতলীতে যেসব অবৈধ পশুর হাট বসেছে সেগুলোর নেপথ্যে রয়েছেন সরকারদলীয় কিছু নেতাকর্মীসহ জামায়াত বিএনপির নেতাকর্মীরা।

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদের নেতৃত্বে এবার শাহী ঈদগাহ এলাকা বাসীর উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসেছে অবৈধ পশুর হাট। এছাড়াও অবৈধ পশুর হাট বসেছে টিলাগড়, মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অফিসের পেছনে, কদমতলী ফল মার্কেটের সামনে।

এদিকে মেয়র আরিফুল হক চৌধুরী হজে যাওয়ার পরদিন শুক্রবার (২৫ আগস্ট) করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. সামছুল হক পাটোয়ারী চারটি স্থানে অস্থায়ী পশুরহাট বসানোর টেন্ডার আহ্বান করেন। পশুরহাট বসানোর টেন্ডার আহ্বান করা হয়-সিলেট নগরীর সোবহানীঘাট, চালিবন্দর, ঝালোপাড়া ও কদমতলী এলাকায়। ফলে এ চারটি স্থানে সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্থায়ী পশুরহাট বসানো হচ্ছে।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের মিড়িয়া শাখা থেকে জানানো হয়- সিলেট মহানগরীর কোতয়ালী থানার কাজীর বাজার পশুর হাট, বিমানবন্দর থানার লাক্কাতুরা চা বাগান মসজিদ সংলগ্ন মাঠ, দক্ষিন সুরমা থানার লালাবাজার পশুর হাট, কামাল বাজার পশুর হাট, নাজির বাজার পশুর হাট, মোগলাবাজার থানার রেঙ্গা হাজীগঞ্জ বাজার, জালালপুর পশুর হাট, রাখালগঞ্জ বাজার পশুর হাট, শাহপরান (রহঃ) থানার পীরের বাজার পশুর হাট, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফরাবি জানান- সদর উপজেলায় অস্থায়ীভাবে ৩টি পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও আর কোন পশুর হাটের অনুমোদন দেয়া হয়নি। সিলেট সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এবারও পশুর হাট বসেছে এ হাটের কোন অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন- ৩টি পশু হাটের বাহিরে আর কোন পশুর হাটের অনুমোদন দেয়া হয়নি। অবৈধ পশুর হাটের বিরুদ্ধে খোঁজ নিয়ে অভিযান চালানো হবে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান- মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে বৈধ পশুর হাট থেকে পশু ক্রয় করার জন্য। এছাড়াও মহানগরীর এলাকা থেকে অবৈধ পশুর হাট উচ্ছেদের অভিযান চালানো হবে।

পশু ব্যবসায়ীরা অভিযোগ করেন- ট্রাকে করে বিভিন্ন রোড দিয়ে প্রবেশ করার পরপরই মোটরসাইকেল দিয়ে ট্রাককে ঘিরে বিভিন্ন বাজারে জোরপূর্বক হুমকি-ধমকি দিয়ে বাজারে নিয়ে যাওয়া হয়। এমনকি তাদের কথামত না গেলে মারধরও করা হয় গরু বেপারিদের। এমন অবস্থা চললেও পুলিশ নীরব। সিলেটের বৃহৎ গরুর বাজার কাজিরবাজারে যেতে না-পারায় অধিক মুনাফা লাভ থেকে বঞ্চিত হওয়ার সম্ভবনা রয়েছে বলে তারা জানিয়েছেন।

জানা যায়-সিলেট সদর উপজেলার জায়গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে ৪২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর আওতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, পাবলিক টয়লেট, গ্যালারি এবং আধুনিক ফুটবল গোলপোস্ট নির্মাণ করা হচ্ছে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া সংস্থা।

এদিকে এ বছরের বৃহস্পতিবার (২০ এপ্রিল) জাতীয় ক্রীড়া সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. শাহীন ও সহকারী ইঞ্জিনিয়ার মো. রফিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান এর প্রতিনিধি শাহী ঈদগাহ খেলার মাঠটি পরিদর্শন করেন।

পরির্দশন শেষে বুধবার (২ আগস্ট) সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহস্থ খেলার মাঠে এর উদ্বোধন করেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ।

আয়োজকদেরকে নির্দেশ দেয়া হয়েছে ঈদের পরপরই মাঠ পরিষ্কার করে দেয়ার জন্য জানিয়ে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও শাহী ঈদগাহ (খেলার মাঠ) উন্নয়ন কমিটির সভাপতি আশফাক আহমদ জানান, অন্য বছর মাঠের উন্নয়নের স্বার্থে কোরবানির পশুর হাট বসানো হলেও এবার স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করায় হাট বসানোর কোনো ইচ্ছে ছিল না।

তবে সিটি মেয়র মাঠের পাশের একটি গলির ভেতর একটি পশুর হাট দেওয়ায় এলাকাবাসীর অনুরোধে আমাকে মৌখিকভাবে হাট বসানোর কথা বলা হয়েছে। এখান থেকে যে টাকা পাওয়া যাবে সেগুলো মাঠের উন্নয়নের জন্য ব্যয় করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wK0gvW

August 28, 2017 at 12:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top