ঢাকা, ০৪ আগস্ট- সপ্তাহখানেক আগে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়দীপ মুখার্জি পরিচালিত ও শাকিব খান-শুভশ্রী গাঙ্গুলি অভিনীত নবাব। সিনেমাটি নিয়ে খুব একটা আলাপ নেই সেখানকার মিডিয়ায়। এবার সংক্ষিপ্ত রিভিউ প্রকাশ করেছে আনন্দলোক। ওই রিভিউতে শাকিব সম্পর্কে বলা হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে শাকিব বেশ ভালো। অ্যাকশন দৃশ্য, ডায়ালগ ডেলিভারি এবং শরীরীভাষা প্রশংসনীয়। নির্মাণের প্রশংসার পাশাপাশি জনপ্রিয় হিন্দি সিনেমা নকলের অভিযোগটিও এসেছে। রিভিউটির শিরোনাম চেনা গল্প, ফ্রেশ ট্রিটমেন্ট। নিচে লেখাটি তুলে ধরা হলো এই ছবি বাংলাদেশে রেকর্ড ব্যবসা করেছে। কলকাতাতেও একই ফলাফল হবে কী না তা সময়ই বলবে, তবে এটুকু বলাই যায় যে, হালফিলে কমর্শিয়াল বাংলা ছবির নিরিখে, এই ছবি বেশ ভালো। বিশেষ করে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনার প্রশংসা করতেই হয়। তার দক্ষ পরিচালনার জন্য ছবিটি দেখতে মন্দ লাগে না। তবে ছবির গল্প বেশ চেনা এবং একাধিক ছবির গল্পের সঙ্গে মিলেও যায়। বিশেষ করে ছবির ক্লাইম্যাক্স, শাহরুখ খান-টুইঙ্কেল খন্না অভিনীত বাদশা ছবির কথা মনে করায়। ছবির গল্প কলকাতা শহরে সন্ত্রাস দমন নিয়ে। এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার জন্য মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে একটি স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠন করা হয়। দিল্লি থেকে আসা ইন্টেলিজেন্স এজেন্ট নবাব ওরফে রাজীব চৌধুরীও (শাকিব) এই টাস্ক ফোর্সের সদস্য। কলকাতায় এসে সন্ত্রাস দমনের পাশাপাশি ক্রাইম রিপোর্টার দিয়ার (শুভশ্রী) সঙ্গে প্রেমপর্বও ভালই চালান নবাব। শেষে গিয়ে দুষ্টের দমন ও হ্যাপি এন্ডিং। অভিনয়ের ক্ষেত্রে শাকিব বেশ ভালো। বিশেষ করে তার অ্যাকশন দৃশ্য, ডায়ালগ ডেলিভারি এবং শরীরীভাষা প্রশংসনীয়। শুভশ্রীকেও দেখতে ভালো লাগে। অন্যান্য চরিত্রে সব্যসাচী, খরাজ, রজতাভ, বিশ্বনাথ, অপরাজিতা যথাযথ। বিশেষ করে উল্লেখ করতে হয় সাগ্নিকের নজরকাড়া অভিনয়ের কথা। স্যাভির মিউজ়িকও মন্দ নয়। সবমিলিয়ে চেনা গল্প হলেও, ফ্রেশ ট্রিটমেন্ট এবং সকলের অভিনয় এই ছবিটিকে উপভোগ্য করে তোলে। ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় নবাব। সিনেমাটির স্থানীয় ব্যানার জাজ মাল্টিমিডিয়া।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ursSEz
August 05, 2017 at 04:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top