দে পাঁসে তুলুজের বিপক্ষে ম্যাচ। সতীর্থদের সঙ্গে দাঁড়ালেন নেইমার। দলীয় সঙ্গীত গাইলেন। তখনই নেইমারকে দেখা গেল অশ্রু মুছতে। হঠাৎ এভাবে নেইমার কাঁদলেন কেন? বার্সেলোনায় সন্ত্রাসী হামলা হয়েছিল বৃহস্পতিবার। সেই হামলায় নিহত হয়েছেন ১৩ জন। সেই উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন ফুটবলাররা। তখন নিহতদের স্মরণে কাঁদলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সাবেক ক্লাবটির অবস্থান যে বার্সেলোনায়। বার্সা ক্লাব ছেড়ে আসলেও বার্সেলোনা শহরটির সঙ্গে এক ধরনের আত্মার সম্পর্ক তৈরি হয়েছিল নেইমারের। দীর্ঘ চারটি বছর কাটিয়েছেন সেখানে। ক্লাবে যেমন বন্ধু তৈরি হয়েছিল, তেমনি বার্সেলোনা শহরে তৈরি হয়েছিল অগণিত বন্ধু ও সমর্থক। এ কারণেই বার্সেলোনার বুকে এমন একটি নারকীয় হত্যাযজ্ঞে মন কেঁদেছে নেইমারের। আর/১৭:১৪/২১ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wwxAW7
August 22, 2017 at 12:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top