মালদা, ২০ আগস্টঃ প্রতি ঘন্টায় বেড়ে চলেছে মহানন্দার জল। গতকাল রাত থেকেই মহানন্দা নদীর জল ঢুকতে শুরু করে বেহুলা নদীতে। দুই নদীর জল মিশে পুরাতন মালদার নলডুবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর উঠে গিয়েছে জল। জাতীয় সড়কে হু হু করে জল ঢুকছে। প্রচণ্ড স্রোতের জেরে স্থানীয়রাই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। রেল বন্ধ আগেই হয়েছিল। আজকের এই ঘটনার ফলে রবিবার সকাল থেকেই কার্যত ফের বিচ্ছিন্ন হয়ে গেল দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ। এদিন সকাল ৯ টায় মহানন্দার জলস্তর ছিল ২৩.২৯ মিটার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vP245c
August 20, 2017 at 12:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন