ত্রাণ না পেয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যকে গণপিটুনি

মালদা, ১৮ আগস্টঃ ত্রাণ না পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে বেধড়ক পেটলেন জলবন্দি দুর্গত গ্রামবাসীরা। চকভৃগুর চকচন্দন এলাকার বাসিন্দারা শুক্রবার বালুরঘাট থানার সামনে ত্রাণের দাবিতে তুমুল বিক্ষোভও দেখান। অভিযোগ, গত পাঁচদিন ধরে এলাকায়ত্রাণের কোনো ব্যবস্থা হয়নি। উদ্ধার কাজে এগিয়ে আসেনি প্রশাসন। সবচেয়ে বড়ো অভিযোগ, স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য নিখিল সোরেনকেও পাশে পাননি গ্রামবাসীরা। এদিন তাঁকে সামনে পেয় গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।

ছবিঃ গণপিটুনির পর নিখিল সোরেন।–মাজিদুর সর্দার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2v7rqHQ

August 18, 2017 at 01:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top