শোক দিবসেও এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা,পুলিশের দখলে ক্যাম্পাস!

নিজস্ব প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। শোক দিবসের কর্মসূচি পালন নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগ নেতাদের মহড়া দিতে দেখা যায়।
এদিকে যেকোন রকম অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে।

বেলা সাড়ে ১১ টার দেকে এমসি কলেজ ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশেপাশের এলাকাগুলোতে জড়ো হন। বিবদমান দু’টি পক্ষের নেতাকর্মীদের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। এমন অবস্থার খবর পেয়ে এমসি কলেজ এলাকায় তিন প্লাটুন পুলিশ সদস্য অবস্থান নেন।
কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্ট, কলেজ ক্যাম্পাসে পুলিশ ভ্যান ও লেগুনা দিয়ে টহল দিতে দেখা গেছে শাহপরাণ থানা পুলিশকে।
শাহপরাণ থানার সেকেন্ড অফিসার এসআই জয়ন্ত কুুমার দে বলেন- কলেজ এলাকার যেকোনো বেআইনী কর্মকান্ড ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রসঙ্গত, এর আগে সম্প্রতি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের কারণে এমসি কলেজ হোস্টেল ভাংচুর করা হয়েছিল। এ ঘটনায় হোস্টেল বন্ধছিল বেশ কয়েকদিন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i3s4EP

August 15, 2017 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top