বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজ, বন্যা পরিস্থিতি সামলাতে তৈরি নয় প্রশাসন

রায়গঞ্জ, ১৬ আগস্টঃ কোথাও বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে নদীর জল। কোথাও জলবন্দী হয়ে রয়েছে কয়েকশো পরিবার। আবার কোথাও জল থেকে বাঁচতে নিজেদের ঘরের ছাদে উঠে রয়েছেন অনেকে। অপেক্ষা প্রশাসনের উদ্ধারকারী দলের। জলবন্দীদের কাছে পৌঁছতে রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের। বন্যা পরিস্থিতির শিকার দূর্গত মানুষদের উদ্ধার করতে প্রয়োজন নৌকা। কিন্তু পর্যাপ্ত পরিমাণে নৌকা না থাকায় বিঘ্নিত হচ্ছে উদ্ধার কাজ। পরিস্থিতি সামলাতে চারিদিকে নৌকার খোঁজখবর শুরু হয়েছে।

এ প্রসঙ্গে জেলা শাসক আয়েশা রানী এ বলেন, ইতিমধ্যেই শুরু হয়েছে নৌকার খোঁজ। কিছু কিছু জায়গায় এনডিআরএফ স্পীড বোট নামিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম ইতিমধ্যে উদ্ধারকার্যে নেমেছে। তবে বুধবার সকাল থেকে রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্রমশ জল বাড়ার ফলে পরিস্থিতি হয়েছে আরও খারাপ। গত কয়েক বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা যায়নি গোটা উত্তরবঙ্গে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2welzEF

August 16, 2017 at 05:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top