নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকা ডুবিতে শিশু সহ চারজন নিখোঁজ রয়েছে। এঘটনায় আহত হয়েছে ২০জন। ঘটনাটি গঠেছে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের ধাওয়া বিলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,গত বৃহস্পতিবার বিকাল ৩টায় তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিনকুল গ্রামের শফিকুল ইসলামের বাড়ী থেকে বিয়ের দাওয়াত খেয়ে বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিপুরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে ধাওয়া বিলে যাওয়া মাত্রই দমকা হাওয়ার কবলে পড়ে প্রায় ৪০জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৪জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী ফহেতপুর শাহপুর গ্রামের বাসিন্ধা আসাদ হোসেন কাগজী। তিনি জানান,আমি মটর সাইকেল দিয়ে আনোয়ারপুর থেকে ফতেহপুর যাওয়ার পথে দেখতে পাই একটি নৌকা ডুবে যাচ্ছে। সাথে সাথে রাস্তার পাশে থাকা একটি ছোট নৌকা নিয়ে উদ্ধার করতে যাই। নৌকার যাত্রীদের চিৎকারে শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে সাজনা বেগম (৫) ও জুমা বেগম(৮),একেই ইউনিয়নের পাচঁগাও গ্রামের নেহের জামালের মেয়ে তানহা বেগম (১২) ও তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের বাসিন্দা হারুন রশিদ(৪৮) নিখোঁজ রয়েছে। নিখোজঁদের উদ্ধার তৎপরতায় রয়েছেন এলাকাসী ও তাহিরপুর থানা পুলিশ।
ঘটনাস্থলে থাকা তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন,নিখোঁজ ৪জনকে এখনো উদ্ধার করতে চেষ্টা চলছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vMfEab
August 11, 2017 at 10:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন