শাবির ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার মামলায় অব্যাহতি পেলো ছাত্রলীগ নেতা অনিক

সুরমা টাইমস ডেস্ক: ২০১৪ সালের ২০ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিককে প্রধান আসামি করে শাবিপ্রবির রেজিষ্টার জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত ঘটনায় তিনটি মামলায় অনিককে প্রধান আসামি করা হয়। ঘটনার পর ছাত্রলীগ নেতা অনিক ৪ মাস ১১ দিন কারাবরণ করে জামিনে মুক্তি পান।

ছাত্রলীগ নেতা অনিকের দাবি তিনি উক্ত ঘটনায় জড়িত না থাকার পরেও তিনটি মামলায় তাকে প্রধান আসামি করি হয়রানির শিকার করা হয়।

আজ ০৩ আগস্ট ২০১৭ বুধবার মেট্রোপলিটন মেজিস্ট্রেট তৃতীয় আদলতের বিচারক হরি লাল কুমার ছাত্রলীগ নেতা সজল দাস অনিককে মামলা থেকে অব্যাহতি দেন।

অব্যাহতি পেয়ে ছাত্রলীগ নেতা অনিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে খুদে কর্মী হিসেবে সব সময় রাজপথে ছিলাম। আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রীমহল আমাকে বিনা অপরাধে তিনটি মামলার আসামি করে।

তিনি বলেন, উক্ত ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা ছিলনা। সেজন্যই মহামান্য আদালত আমাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। আমি বিশ্বাস করি উক্ত ঘটনার আরও দুটি মামলা থেকেও আমি অব্যাহতি পাবো।

ছাত্রলীগ নেতা অনিকের পক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক বিজ্ঞ এডভোকেট প্রবাল চৌধুরী পুজন মামলাটি পরিচালনা করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2v2xeUr

August 03, 2017 at 09:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top