ঢাকা, ০৭ আগষ্ট- তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক, তিনি ওয়ানডে ক্রিকেটের একজন দক্ষ উইকেট কিপার। আবার তিনিই বাংলাদেশ জাতীয় দলের সর্বোচ্চ শিক্ষিত ক্রিকেটার । হ্যা ঠিক ধরেছেন , জাতীয় দলের এই লড়াকু ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহিম। যিনি ছোটবেলা থেকেই ক্রিকেটারদের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন। ফলে তার পক্ষে পড়াশোনার জন্য সময় বের করাটা বেশ কঠিনই হয়ে পড়ে। কিন্তু ক্রিকেট দুনিয়ায় আলোচিত এমন অনেক ক্রিকেটারই আছেন, যারা খেলার মাঠে যেমন দুর্দান্ত, পড়াশোনায়ও তুখোড়। তাদের মধ্যে মুশফিকুর রহিম একজন। জাতীয় দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর দুটোতেই পেয়েছেন প্রথম শ্রেণি। এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন জিপিএ-৫ নিয়ে। এবার ২৯ বছর বয়সী জাতীয় দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান হাঁটছেন পিএইচডি তথা ডক্টরেট ডিগ্রি অর্জনের পথে। বাংলাদেশ দলের সর্বোচ্চ শিক্ষিত এই ক্রিকেটারের পিএচডির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। এ প্রসঙ্গে দেশের শীর্ষ ইংরেজী দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিক বলেন, আমার খেলাধুলার উপর পিএইচডি করার পরিকল্পনা ছিল এবং সেই মোতাবেক আমি সেটা শুরুও করে দিয়েছি। আপাতত আমি দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উপর পিএইচডি করার কথা ভাবছি। আর/১০:১৪/০৭ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uegQPJ
August 07, 2017 at 06:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top